যোগাযোগঃ +৯১ ৯০৫১১ ০৫৯২৯
ই-মেইলঃ response@dashdik.com
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মান বিমান হামলার পর (সেপ্টেম্বর, ১৯৪০) লন্ডনের 'হল্যান্ড হাউস লাইব্রেরি'তে তিনজন বই পরিদর্শন করছেন। পাঠকরূপী তিনজনের এই দৃশ্য সম্ভবত প্রচারের উদ্দেশ্যে মঞ্চস্থ করা হয়েছিল। ২৩ অক্টোবর, ১৯৪০ সালে তোলা ছবি।

সম্পাদকীয়

যে ভাবেই পড়, বই পড়া চলবেই
বই। শৈশবে ছেলেখেলা। বাল্যে এড়িয়ে যাওয়ার চেষ্টা। কৈশোরে প্রথম প্রেমে পড়া। যৌবন থেকে আজীবনের অবলম্বন। এই হলো বইয়ের সঙ্গে আপামর পাঠকের সম্পর্ক। কথা বলা শেখার পর একটি শিশুর হাতে যখন ছবি-ছড়ার বই ধরিয়ে দেওয়া হয় তখন শিশুটির কাছে বইটি পড়ার চাইতেও বেশি খেলার বা বলা যায়, বিনোদনের বস্তু হয়ে ওঠে। এরপর সেই শিশু যখন বাল্যে স্কুলে যাওয়া শুরু করে তখন তাদের বেশির ভাগের কাছেই পাঠ্যপুস্তক এড়িয়ে যাওয়ার একটা সুপ্ত ইচ্ছা মনে মনে থাকে। কৈশোরে সেই বালকদেরই অনেকে পাঠ্যপুস্তকের বাইরেও নানা ধরনের বইয়ের সংস্পর্শে আসে এবং বিভিন্ন বিষয়ের লেখা বইয়ের প্রতি আকর্ষণও তৈরি হয়। এদের পড়ার গণ্ডি বাড়তে থাকায় যৌবন থেকে আমৃত্যু বই হয়ে ওঠে এক নির্বিকল্প অবলম্বন।

নতুন সংখ্যা

দুনিয়ার দশদিক
১ম বর্ষ, প্রথম সংখ্যা
জুলাই ২০২৩




সম্পাদকঃ সুকান্ত সরকার
শিল্প নির্দেশকঃ সুমিত দাস

বিজ্ঞাপন